সাভারে দাখিল পরীক্ষার্থী হোসনে আরার ওপর সন্ত্রাসী হামলা
প্রকাশিত : ১৮:৩০, ৩ ফেব্রুয়ারি ২০১৯
রাজধানী ঢাকার নিকটবর্তী শিল্পাঞ্চল আশুলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা ও মেয়েকে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে এলাকার চিহিৃত সন্ত্রাসী। এবারের দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি হোসনে আরা নামের এক দাখিল পরীক্ষার্থী। এ ঘটনায় আহতের নানা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
গত সোমবার বিকেলে আশুলিয়ার শিমুলিয়া ইউপি’র উত্তর নাল্লাপোল্লা এলাকার ওই পরীক্ষার্থীর বাড়িতে এ ঘটনাটি ঘটে।
আহত হোসনে আরা ঢাকার আশুলিয়ার শিমুলিয়া ইউপির উত্তর নাল্লাপোল্লা এলাকার হারুন-অর-রশিদের মেয়ে এবং নাল্লাপোল্লা আদর্শ ইসলামিয়া সিনিয়র বহুমূখী মাদ্রাসা থেকে এবার দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
ঘটনার পর থেকে একই এলাকার আজেল হোসেনের ছেলে সন্ত্রাসী আসলাম হোসেন পলাতক রয়েছে।
আহতের বাবা হারুন-অর-রশিদ জানান, গত সোমবার তাদের কলাই ক্ষেতে গরু দিয়ে কলাই ঘাস খাওয়াচ্ছিল এলাকার চিহিৃত সন্ত্রাসী আসলাম হোসেন এর মা শাহানা বেগম। বিষয়টি হোসনে আরার মা প্রতিবাদ করলে তার সাথে বাক-বিতন্ডা শুরু হয়। এ ঘটনার পরে শাহানা বেগম এর সৎ ছেলে আসলাম হোসেন ক্ষিপ্ত হয়ে হোসনে আরাদের বাড়িতে গিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় হোসনে আরার মা জুলেখা বেগমকে লাঠি দিয়ে এলোপাথারিভাবে পিটিয়ে বাঁ হাত ভেঙ্গে দেয়। এসময় হোসনে আরা বাঁধা দিতে গেলেও তাকেও লাঠি দিয়ে এলোপাথারি পিটিয়ে ডান হাত ভেঙ্গে দেয়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসী আসলাম পালিয়ে যায়। পরে স্থানীয়রা মা ও মেয়েকে উদ্ধার করে প্রথমে গণস্বাস্থ্য হাসপাতালে এবং সেখান থেকে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর দিন মঙ্গলবার সকালে নাল্লাপোল্লা আদর্শ ইসলামিয়া সিনিয়র বহুমূখী মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসির উদ্যোগে সন্ত্রাসী আসলামের বিচার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। মানববন্ধনে অংশগ্রহণকারিরা অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসী আসলামকে গ্রেফতারপূর্বক শাস্তির দাবি জানান। পাশাপাশি রবি-শস্য ফসল বিনষ্টকারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান।
হোসনে আরার দাদী ষাটোর্ধ হালিমা বেগম জানান, আমার নাতনী এবার দাখিল পরীক্ষা দিবে। কিন্তু সন্ত্রাসী আসলামের হামলায় তার ডান হাত ভেঙ্গে যায়। এ কারণে সে এবার দাখিল পরীক্ষায় অংশ নিতে পারছে না। আমরা সন্ত্রাসী আসলামের বিচার চাই। তাদের রবি শস্য ফসল গরু দিয়ে খাইয়ে নষ্ট করার জন্য ক্ষতিপূরণ দাবি করেন তিনি।
ঘটনায় হোসনে আরা’র নানা শামসুল হোসেন বাদী হয়ে সন্ত্রাসী আসলাম হোসেন, তার বাবা আজেল, স্ত্রী সুমি এবং মা শাহানা বেগমের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) ফুল মিয়া বলেন, থানায় লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামীদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কেআই/এসি
আরও পড়ুন